এলাকার অধিকাংশ মানুষ কৃষক। সহজ,সরল সাবলিল বাংলা ভাষায় কথা বলে। এখানে বিখ্যাত গায়ক মরহুম আঃ রহিম মালিথার বাড়ী কোল ঘেষে যাওয়া চন্দনা নদীকে নিয়ে অনেক গীতি রচনা করিয়াছে। যাহা সরবোত্র জনপ্রিয়তা লাভ করেছে।এখানে তাতী, জেলে, কামার,কুমার,ব্যবসায় জীবি, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশা জীবি সকলে সৌহাদ্র ও সম্প্রীতির সাথে একাত্ত্ব হয়ে বসবাস করে।