Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
প্রকৃত ভুমিহীনদের মধ্যে কৃষি খাস জমি বান্দোবস্ত প্রদানের লক্ষ্যে প্রকৃত ভূমিহীনদের মধ্য হতে নির্দিষ্ট সময়ে বন্দোবস্ত আবেদন পত্র আহবান করা হচ্ছে।
Details

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারী বিধিমতে প্রকৃত ভূমীহীনদের মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের লক্ষ্যে প্রকৃত ভূমিহীনদের মধ্য হতে নির্দিষ্ট সময়ে বন্দোবস্ত আবদেন পত্র আহবান করা হচ্ছে।

 

আবেদন পত্র অফিস চলাকালীন সময়ে ২০/০৪/২০১৫ তারিখ হতে ২০/০৫/২০১৫ খ্রিঃ তারিখ পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি),ভেড়ামারা,কুষ্টিয়া এর কার্যালয়ে জমা প্রদান করা যাবে। উল্লেখ্য, যে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রযোজন নেই।

 

 

 

শর্তাবলীকঃ

১। দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবার হতে হবে।

২। নদী ভাঙ্গা পরিবার হতে হবে।

৩। সক্ষম পুত্র সহ বিধবা বা স্বামী পরিত্যক্ত পরিবার হতে হবে।

৪। কৃষি জমি নাই ও বাস্তভিটাহীন পরিবার হতে হবে।

৫। অনধিক ০.১০ একর বসতবাড়ি আছে কিন্তু কৃষি জমি নাই এমন কৃষি নির্ভর পরিবার হতে হবে।

৬। অধিগ্রহনের ফলে ভূমিহীন হইয়া পড়িয়াছে এমন পরিবার হতে হবে।

৭। আবেদনকারীর গ্রুপ ছবি ২ কপি (সংশ্লিষ্ঠ ইউ,পি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত)।

৮। ভূমিহীন সনদপত্র অনধিক (সংশ্লিষ্ঠ ইউ,পি চেয়ারম্যান কর্তৃক তিন মাসের মধ্যে ইস্যুকৃত)।

৯। আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা।

Attachments
Publish Date
21/04/2015