Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
পাতা

সামাজিক সংগঠন

অত্র চাঁদগ্রাম ইউনিয়নে রেজিষ্ট্রেষন ভূক্ত কোন সংগঠন নেই তবে ২০১৪ সালে একতাই শক্তি নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয় যাহা রেজিষ্ট্রেষন ভূক্ত নয় তেব  তারা বর্তমানে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে যাতে করে সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ তাদের দ্বারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। নিম্নে সংগঠন টির বিভিন্ন সেবা মূলক কার্য ক্রম তুলে ধরা হলোঃ

 

সংগঠনের উদ্দেশ্য সমূহঃ

১। রক্তদান কর্মসুচী/রক্ত গ্রুপিং টেষ্ট।

২। অসহায় কে সাহায্য প্রদান।

৩। p.s.c থেকে H.s.c পর্য্ন্ত শিক্ষা মুলক পরামর্শ।

৪। মশা নিধন কারযো ক্রম।

৫। প্রাকৃতিক দুর্যোগ গ্রস্থ ব্যক্তিদের সাহায্য করন।

৬। বৃক্ষ রোপন ও গনসচেতনতা মুলক কর্মসুচী।

৭। নিক্ষরদের শিক্ষা প্রদান।

৮। বিদ্যুৎ ব্যাবহারের সচেতন করন।

৯। সকল শ্রেনীর মানুষের জন্য বিনোদন মূলক কারযো ক্রম।

১০। এলাকার কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান।

১১। ধর্মীয় কর্মসূচী।

১২। বাল্য বিবাহ রোধ কর্মসুচী।

১৩। ইভটিজিং প্রতিরোধ ।


Share with :

Facebook Twitter